নন্দনকাননে ভবনের ছাদবাগানে পানি জমে থাকায় ৯ মালিককে অর্থদণ্ড

এডিস মশার বংশবিস্তার রোধে চট্টগ্রাম নগরীর নন্দনকাননে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি নির্মাণাধীন ভবনসহ ৯ ভবন মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে চার দোকানদারকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৩ নভেম্বর) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই অভিযান চালান।

জানা গেছে, নন্দনকানন এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এই সময় একটি নির্মাণাধীন ভবন ও আটটি বাড়ির ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়া যায়। ওই ভবন মালিকদের ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

s alam president – mobile

এছাড়া অভিযানে নন্দনকানন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ দোকানদারকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপস্থিত ছিলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm