নদীতে ফুল ভাসাতে গিয়ে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে

নদীতে ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে মৈত্রী চাকমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

মৈত্রী চাকমা (৭) কমলছড়ি এলাকার বাসিন্দা রতন চাকমা ও মনীষা চাকমার একমাত্র মেয়ে।

s alam president – mobile

জানা গেছে, বান্ধবীদের সঙ্গে ফুল তুলে চেঙ্গী নদীতে ভাসাতে যাওয়ার জন্য মৈত্রী চাকমা আগের রাতে মা-বাবাকে বলে রেখেছিল ভোরবেলায় ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য। তাই মেয়েকে ঘুম থেকে জাগিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছিলেন মা মনীষা চাকমা।

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে ৩-৪ জন বান্ধবীর সঙ্গে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে যায় মৈত্রী। এই সময় পা পিছলে মৈত্রী চাকমা পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বান্ধবীরা পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদের ডাকেন। স্থানীয় লোকজন সবাই মিলে এক ঘণ্টা চেষ্টার পর তার লাশ উদ্ধার করেন।

রতন চাকমার ভাই জ্ঞান জ্যোতি চাকমা বলেন, ‘মৈত্রী চাকমা কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তাদের বড় মেয়েও দুই বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে।’

Yakub Group

মেয়েকে হারিয়ে বিলাপ করছেন মা-বাবা। মেয়ের পাশে ভিড়তে দিচ্ছেন না কাউকে। বিজুর নতুন ড্রেস ধরে মেয়ের লাশের পাশে বসে আছেন তারা। শোক জানাতে আসা লোকজনকে বলছেন, ‘কথা কম বলতে। আমার মেয়ে ঘুমাচ্ছে, একটু পরই জেগে উঠবে।’

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!