নদীতে ঝাপ দিয়ে বড় বোনের উপর ক্ষোভ মেটালো ছোট বোন, লাশ মিললো খালে

চট্টগ্রামের বোয়ালখালীতে বোনের সাথে রাগ করে নদীতে ঝাপ দিয়ে লাশ হলো ফৌজিয়া ফারিহা নামে এক কলেজ ছাত্রী ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলার ভান্ডালজুড়ি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফারিহার বাড়ি বোয়ালখালীর খরনদ্বীপ গ্রামে। তার বাবার নাম এটিএম আনসারউল্লাহ। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন। ফারিয়ার দুই বোন ও এক ভাই রয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার এসআই সাইফুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মঙ্গলবার রাতে মোবাইলে কথা বলা নিয়ে বড় বোনের সাথে ঝগড়া হয় ফারিহার। পরে কাউকে না বলে রাতে বাড়ি থেকে বের হয়ে যায় সে। সারারাত তাকে পরিবার সবাই খুঁজেও পায়নি। বুধবার সকালে স্থানীয়রা ভান্ডালজুড়ি খালে ফারিয়ার লাশ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তার পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে স্রোতের তোড়ে সে প্রাণ হারায়।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm