নদীতে গোসল করতে নেমে সেনাসদস্য নিখোঁজ

সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় আনোয়ারায় আসিফুল নামে এক সেনাসদস্য চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

২০ বছর বয়সী নিখোঁজ সেনা সদস্য আসিফুল চট্টগ্রামের হালিশহর এলাকার বলে জানা গেছে। তিনি বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছেন।

নিখোঁজের খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্বার কাজ শুরু করে।

স্থানীয় তৈলারদ্বীপের ইউপি সদস্য আজিজুল হক জানান, ‘বিকেল পাঁচটার দিকে তৈলারদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলাকালীন জেলেপাড়ায় শঙ্খ নদীর পাড়ে দুইজন সেনা সদস্য আসেন। একজন প্রশিক্ষণের পোশাকসহ গোসল করতে নামেন। তিনি সাঁতার কেটে একটু দূরে চলে যান। পরে সেখান থেকে সাঁতরে অর্ধেক এসে আর আসতে পারেননি।’

তিনি বলেন, ‘পরে ওই সেনা সদস্য যখন তলিয়ে যেতে থাকে তখন চিৎকার করতে থাকে। উপরে থাকা সেনাসদস্যও পানিতে ঝাঁপ দেন। কিন্তুু তিনি ডুবন্ত সেনাসদস্যকে টেনে তুলতে পারেননি।’

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈকত জানান, ‘সেনাবাহিনীর শীতকালীন মহড়ার প্রশিক্ষণার্থী এক সেনা সদস্য নিখোঁজের ঘটনা জানার পর ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।’

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!