দেশে ২৪ ঘন্টায় নতুন করে ২০৯ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৭ জন। গত ২৪ ঘন্টায় দেশে মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১০১২ জন। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। মোট সুস্থ হয়েছেন ৪২ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জন শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪২৯ জন। আইসোলেশনে আছেন ৯৩ জন। দেশে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯০৫ জনের।
চট্টগ্রামে বিগত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ২ জন। চট্টগ্রামে এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা ১৬। তার মধ্যে এক প্রতিবন্ধী শিশু, এক বৃদ্ধসহ এক নারীর মৃত্যু হয়েছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা ১৯ লাখ ছাড়িয়ে গেছে। করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা ১ লাখ ১৯ হাজারেরও বেশি। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৫২ হাজারেরও বেশি মানুষ।
আরএ/এমএফও