নতুন বাইকে সাজেক ভ্রমণে গিয়ে চট্টগ্রামের রেল কর্মীর মৃত্যু জিপের চাপায়

২৮ বছরের যুবক তানজিরুল রহমান নিলয়। শখ করে ক’দিন আগে কিনেছেন লাল রঙের মোটরসাইকেল। সেই বাইক নিয়ে যেতে চেয়েছিলেন রাঙামাটির সাজেক ভ্যালী। ঘর থেকে বেরও হয়েছিলেন তিনি। কিন্তু সাজেক যাওয়ার পথেই লাশ হয়ে গেলেন জিপের নিচে পড়ে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাঘাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলয় রেলওয়ে পাহাড়তলী লোকো সেডে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুস সালাম। তিনি এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাহাড়তলী লোকোসেড রেল কর্মচারী নিলয় কিছু দিন আগে নতুন বাইক কিনে। শখ করে বন্ধু তানভীরকে নিয়ে সাজেক ঘুরতে বের হন তিনি।

শুক্রবার দুপুরে সাজেক থেকে আসা একটি জিপ ঢালু জায়গা দিয়ে নামার সময় নিলয়ের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় নিলয় নিহত হন। আহত হন তার বন্ধু তানভীর।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm