নতুন বই পেয়ে উচ্ছ্বসিত রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেছে সরকার। এ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে আয়োজন করা হয় পাঠ্যপুস্তক উৎসব। বুধবার (১ জানুয়ারি) সকালে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বই উৎসবে প্রধান অতিথি ছিলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইছহাক মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য নাছের আলম, মঈন উদ্দিন চৌধুরী, হোসনে আরা পারুল, সিনিয়র শিক্ষক জেবুন ন্নেছা খানম, মাস্টার জমির আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইছহাক মিয়া বলেন, ‘রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ৭০০ শিক্ষার্থী রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এর ফলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই পেয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে নাছের আলম বলেন, ‘বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আওয়ামীলীগ সরকার শিক্ষার্থীর জন্য অনন্য অবদান রেখে চলেছে।’

রহমানিয়া উচ্চ বিদ্যালয়েল নবম শ্রেণির শিক্ষার্থী শায়লা রুবাইয়েত বলেন, ‘নতুন বই পেয়েছি। নতুন বই পাওয়া কি যে আনন্দ তা বলে বুঝানো যাবে না।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইনসানা আক্তার বলেন, ‘নতুন বই পেয়ে আমি উচ্ছ্বসিত। দ্রুত বই হাতে পাওয়ায় লেখাপড়া অনেক এগিয়ে নিতে পারবো।’

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!