রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০২১-২০২২ রোটাবর্ষের নতুন কার্যকরী কমিটি গঠনকল্পে গত ১৩ জুন ক্লাবের বিশেষ সভা বর্তমান সভাপতি রোটারিয়ান আব্দুর রাজ্জাক আরএফএসএমের সভাপতিত্বে নগরীর চট্টগ্রাম ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
এতে রোটারিয়ান সাইফুল আলম শিমুলকে সভাপতি এবং রোটারিয়ান এড শাহীন সুলতানাকে সচিব মনোনীত করা হয়।
সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন এমপিএইচএফের প্রস্তাবনায় অন্যান্যের মধ্যে নির্বাচিত সভাপতি রোটারিয়ান তাজউদ্দিন, ক্লাব ট্রেইনার রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন, সহ-সভাপতি রোটারিয়ান ডা. মোহাম্মদ মূছা পিএইচএফ, মো. জামিল হানিফ, যুগ্ম সচিব রোটারিয়ান আব্দুল আহাদ আরএফএসএম ও কোষাধ্যক্ষ রোটরিয়ান জাহাঙ্গীর আলম জীমকে মনোনীত করা হয়।
অন্যান্য পদের মধ্যে রয়েছেন পরিচালকবৃন্দ মেম্বারশিপ রোটারিয়ান শামসুন নাহার, ক্লাব এডমিন রোটারিয়ান নাছির উদ্দিন পিএইচএফ, ক্লাব সার্ভিস রোটারিয়ান মেজবাহউদ্দিন, পাবলিক রিলেশন রোটারিয়ান রেজাউল করিম সোহেল, সার্জেন্ট এট আর্ম রোটারিয়ান মো. আবুল হাসান, এডিটর মো. এস এ সাহেদ, টিআরএফ রোটারিয়ান জেমস গোমেজ, সদস্য রোটারিয়ান মো.ইকবাল প্রমুখ।