নতুন কমিটি পেল পিসিআইইউ টেক্সটাইল ক্লাব
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল বিভাগের একমাত্র সংগঠন ‘টেক্সটাইল ক্লাব—পিসিআইইউ’ এর ২০২৫ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আবদুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি মো. আবিদ হোসেন এবং সাধারণ সম্পাদক সুরঞ্জিত বিশ্বাস মনোনীত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে তারেকুল ইসলাম ও সাবরিনা মুস্তারিন, এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আফসার খালেদ ও মইনুল হাসান মামুন দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে পুরনো কমিটিকে বিদায় জানিয়ে নতুন কমিটিকে বরণ করা হয়। অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা জনাব সোহেল খান আনুষ্ঠানিকভাবে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৩-২৪ কার্যকরী কমিটির সভাপতি রিজভী আহমেদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নতুন কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান এবং টেক্সটাইল বিভাগের সিনিয়র লেকচারার নাজিফ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। শিক্ষকবৃন্দ বিগত কমিটির কার্যক্রমের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবের ভবিষ্যৎ সফলতার জন্য নতুন কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এছাড়া ক্লাবের উপদেষ্টা আবদুল্লাহ আল মাসুম, আসিফ হায়দার ভূঁইয়া, কাউন্সিলর প্রসনজিৎ বিশ্বাস এবং কো-অর্ডিনেটর অফ ফাউন্ডিং প্যানেল জয়নাল আবেদীন কায়সার উপস্থিত ছিলেন। অতিথিরা ক্লাবের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নতুন কমিটিকে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা দেন।
বিদায়ী কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে নতুন কমিটির প্রতি শুভকামনা জানান। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবদুল আহাদ ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।