নতুন কমিটি পেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ৭৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ডা. মো আহসান উল্লাহ ও সম্পাদক করা হয়েছে ডা. মুকেশ রঞ্জন দে-কে।

রোববার (১ অক্টোবর) সকাল ১১টায় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ডা. তাকি-ডা. মাহাদী কার্যকরী কমিটি ২২-২৩ এর জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে সাপেক্ষে আগামী এক বছরের (২০২৩-২৪) জন্য নতুন কমিটি গঠন করা হয়। আগামী ১ নভেম্বর থেকে এই কমিটির কার্যক্রম শুরু হবে।

কার্যকরী কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন ডা. এসএম জিয়া উদ্দিন, সহসভাপতি ডা. মো. ফয়সাল আহমেদ, ডা. পল্লব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রাহাত হোসাইন।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন ডা. পার্থ রায়, ডা. মো. আরাফাত, ডা. মারুফুল ইসলাম, ডা. নওরীন ইসলাম ও ডা. কামরুল হাসান।

নবনির্বাচিত সভাপতি ডা. মো. আহসান উল্লাহ বলেন, ‘ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন বিগত সময়েও ইন্টার্ন চিকিৎসকদের যেকোনো প্রয়োজনে চিকিৎসকদের পাশে ছিল, আগামীতেও থাকবে। পাশাপাশি সাধারণ রোগীদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

সাধারণ সম্পাদক ডা. মুকেশ রঞ্জন দে বলেন, ‘ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কাজের গতিশীলতা বজায় রাখতে প্রতিবছরই নতুন কমিটি গঠন করা হয়। এবছরও নতুন কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১ বছর সাধারণ রোগীদের চিকিৎসাসেবায় কাজ করে যাবে। ইন্টার্ন চিকিৎসকদের যেকোনো সুবিধা-অসুবিধায় তাদের পাশে থেকে একসঙ্গে কাজ করবো আমরা।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm