নতুন কমিটি পেলো পটিয়া প্রেসক্লাব

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১৪ সদস্যবিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এক সভা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পটিয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক গোলাম কাদের (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক আ ন ম সেলিম (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস দে আকাশ (বিজয় টিভি), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (দৈনিক সময়ের আলো), সমাজকল্যাণ সম্পাদক এসএমএ জুয়েল (দৈনিক আমার বার্তা) মনোনীত হন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কাউছার আলম (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), গিয়াস উদ্দিন (দৈনিক সাঙ্গু), রনি কান্তি দেব (দৈনিক জনবাণী), সনজয় সেন (দৈনিক ভোরের দর্পণ), আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm