চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চকবাজার ও বাকলিয়া থানা পেল নতুন দুই ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি)।
শনিবার (৭ আগস্ট) বিকেলে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের এক আদেশে চকবাজার থানার নতুন ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) হয়েছেন কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জাহান। অন্যদিকে বাকলিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) হয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রাশেদুল হক।
এর আগে গত ৮ জুলাই অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত আদেশে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে প্রথমে রাজশাহী পুলিশ রেঞ্জে এবং পরে ঢাকা পুলিশ রেঞ্জে বদলি করা হয়।
ওই আদেশে চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকেও বদলি করা হয়। তার নতুন কর্মস্থল রংপুর রেঞ্জ।
এর মধ্যে মাত্র তিন মাস আগে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ আলমগীর। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা এই পুলিশ কর্মকর্তা তিন মাসের মাথায় সরে যেতে হল চট্টগ্রাম থেকে।
এর আগে গত ১৯ মে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াকে নগর বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়। নতুন ওসি হিসেবে সেখানে দায়িত্ব পান সিটি এসবির পরিদর্শক জাহিদুল কবীর।
সিপি