নগর পুলিশ সদস্যদের গায়ে থাকবে টেকটিক্যাল বেল্ট, হাত থাকবে খালি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি (ডিএমপি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেও (সিএমপি) চালু হচ্ছে হ্যান্ডস ফ্রি পুলিশিং। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের কার্যক্রম ডিজিটালাইজড করার পাশাপাশি আধুনিক ও উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে বড় ও ভারী অস্ত্রের পরিবর্তে পুলিশের সদস্যদের দেওয়া হবে ছোট পিস্তল। সংযোজন করা হচ্ছে সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্ট।’

বেনজীর আহমেদ বলেন, ‘মুজিববর্ষে দেশের মানুষকে আধুনিক পুলিশের প্রতিচ্ছবি দেখাতে সর্বাধুনিক এই অপারেশন গিয়ার প্রবর্তন করা হয়েছে। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ সদস্যদের ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলস্টার এবং হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন গেজেট দেওয়া হচ্ছে।’

বেনজির আহমেদ আরও বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে প্রাথমিকভাবে পুলিশ সদস্যদের মাঝে ১০ হাজার টেকটিক্যাল বেল্ট সরবরাহ করবে পুলিশ সদর দপ্তর। এরপর পর্যায়ক্রমে পুরো পুলিশ বাহিনীর সব সদস্যকে এই টেকটিক্যাল বেল্ট দেয়া হবে। পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়াতে সর্বাধুনিক অপারেশনাল গিয়ারের প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ সদস্যদের এই সুবিধা দেওয়া হবে।’ পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে বলে জানিয়েছেন বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘একজন পুলিশ সদস্যের দায়িত্ব পালনকালে যেসব সরঞ্জামের প্রেয়োজন হয় তার সবই এই অপারেশনাল গিয়ারে জুড়ে দেয়া হয়েছে। ট্যাকটিক্যাল বেল্টের সঙ্গে থাই হোলস্টার যুক্ত করে সেখানে স্মল আর্মস রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বেল্টের সঙ্গে এক্সপ্যান্ডেবল বাটন, টর্চ লাইট, হ্যান্ড কাফ ও পানির বোতল রাখার সুযোগ রাখা হয়েছে। জরুরী মুহূর্তে আদান-প্রদান নিশ্চিত করতে ওয়ারলেস সেটের সঙ্গে একটি মাইক্রোফোন যুক্ত করা হয়েছে। পুলিশ সদস্যদের আর কাঁধে বা হাতে করে অস্ত্র বহন করতে হবে না। আর পিস্তলের জন্য নির্ধারিত চেম্বারটি ডান পাশের উরু বরাবর পরবেন পুলিশ সদস্যরা।’

আইজিপি জানান, ‘ভারী চাইনিজ রাইফেল বহনের পরিবর্তে হ্যান্ডস ফ্রি পুলিশিং চালু হলে পিস্তলসহ সব সরঞ্জাম টেকটিক্যাল বেল্টে রাখার ফলে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে খালি। এতে বিপদগ্রস্থ মানুষকে সাহায্যের পাশাপাশি অপরাধী দমনেও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। পুলিশকে দেখতেও আধুনিক ও যুগোপযোগী লাগবে।

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনের সংবাদ সম্মেলনটি ভিডিও কনফারেন্সে সরাসরি দেখানো হয়। দেখানো হয় পুলিশ বাহিনীকে সেবামুখী করার কয়েকটি ভিডিও। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম প্রমুখ।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm