নগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

0

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নিয়মিত ছাত্রদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে বাকলিয়া থানা ছাত্রলীগ।

সোমবার (২২ জুলাই) বিকেলে শাহ আমানত সেতু সংলগ্ন শহীদুজ্জামান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মো. শাকিল আরিফের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোহাম্মদ ইউনুসের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক মো. মুনীর উদ্দিন চৌধুরী।

s alam president – mobile

বক্তারা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নিয়মিত ছাত্রদের দিয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন ছাত্রলীগের আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

বক্তব্য রাখেন বাকলিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সহ-সভাপতি রিদওয়ানুল হক জামি, সৈকত বড়ুয়া, শাহাদাত হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লাভলু, মাহির আবরার সাজিদ, মোহাম্মদ মিনহাজুল আবেদীন নান্নু ,মো. রুবেল, ইমাম উদ্দিন, মোর্শেদ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!