নগরীর ৪ ডাকাতি মামলার অভিযুক্ত গ্রেপ্তার সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের গভীর অরণ্য থেকে চার মামলায় পরোয়ানাভুক্ত এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ।

রোববার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার একটি পুলিশের টিম তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া।

গ্রেপ্তারকৃতের নাম সৈয়দ আলম প্রকাশ বালি ড্রাইভার (৪৮)। তিনি পতেঙ্গা থানার কাটগড় এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

পতেঙ্গা থানার ওসি জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছি। তিনি আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পতেঙ্গা থানায় তার নামে রয়েছে ৪ মামলা।’

জানা গেছে, কুমিল্লা জেলার মুরাদনগর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সব মামলা ডাকাতির মামলা বলেও জানান ওসি পতেঙ্গা।

জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় গ্রেপ্তারের ভয়ে সীতাকুণ্ডের অরণ্যে আত্মগোপন করে ছিলেন তিনি।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm