চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার নিউ মনছুরাবাদ এলাকায় ভাড়া বাসা থেকে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহাদাত হোসেন নামের ৮ বছর বয়সী ওই শিশু পাহাড়তলীর গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শিশু শাহাদাত হোসেনের মা একজন পোশাক শ্রমিক, পিতা কাভার্ডভ্যান চালক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়। তবে এটি তার মায়ের দ্বিতীয় বিয়ে ছিল।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুর শাহাদাতের মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সন্ধ্যায় খবর পাওয়ার সাথে সাথেই আমরা ফোর্স পাঠাই। আমাদের ফোর্স গিয়ে জানালার সাথে ঝুলে থাকা শিশু শাহাদাতের লাশ উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন ইউনিট তাদের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ‘যে বাসায় শিশুটির লাশ ঝুলে ছিল ঐ বাসায় আরো দুটি পরিবার সাবলেট থাকেন। প্রাথমিকভাবে আমরা এটিকে হত্যাকাণ্ড ধরেই তদন্ত এগিয়ে নিচ্ছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে ফেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, ‘শিশুর শাহাদাতের মা বিকালে বাসায় ফিরে জানালার সঙ্গে ছেলের ঝুলন্ত লাশ দেখে অজ্ঞান অজ্ঞান হয়ে যান। প্রতিবেশীরা প্রতিবেশীদের বিষয়টি থানায় জানালে আমাদের ফোর্স গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।’
তিনি আরো জানান, ‘যে বাসা থেকে আমরা শিশুটির লাশ উদ্ধার করেছি সেটি তিন কক্ষের বাসা। এক কক্ষে মার সঙ্গে শিশুটি থাকত। আর অন্য দুই কক্ষের একটিতে এক দম্পতি আর অন্যটিতে এক নারী থাকেন। আমরা সার্বিক অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ নেব।’
রাত সাড়ে ১০টা নাগাদ কাউকে গ্রেফতার করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সম্ভাব্য সবকিছু বিবেচনা করছি। আমাদের তদন্তে তা উঠে আসবে সেই আলোকে আমরা যদি কাউকে গ্রেপ্তার করতে হয়, করব।’
এফএম/এমএহক