নগরীতে যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ

করোনায় কর্মহীন নিম্ন আয়ের এক হাজারের বেশী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নগর যুবদল। করোনায় সাধারণ ছুটি শুরু হওয়ার পর চান্দগাঁও, বাকলিয়া, মোহরা, আগ্রাবাদ, বায়েজিদসহ বিভিন্ন এলাকা অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে যুবদল নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এ ব্যাপারে যুবদলের নগর কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনা দূর্যোগ শুরুর পরপর নগর যুবদল সিদ্ধান্ত নিয়ে প্রতিটি ওয়ার্ডে তালিকা করে কর্মহীন পরিবারের খাবার পৌঁছে দিচ্ছে। এই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো।

নগর সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ প্রত্যেক নেতা প্রতিটি এলাকায় কর্মীদের সাথে নিয়ে খাবার পৌঁছানোর পাশাপাশি জীবাণুনাশকও ছিটিয়েছে।

নগর যুবদলের পক্ষ থেকে করোনা রোগীদের সু-চিকিৎসা এবং চট্টগ্রাম আইসিইউ বেড বৃদ্ধি, করোনা কীট, ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নগর যুবদলের সহসভাপতি নাসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোসাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জিয়াউল হক মিন্টু, কামাল উদ্দিন, হাফেজ কামাল, শেখ কামাল আলম, আইয়ুব আলী, রিদোয়ান, আব্দুর রহিম মিনু, জাবেদুল হক, সাদ্দামুল হক, নেজামউদ্দিন, মো. তুষার প্রমুখ।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!