নগরীতে আরো ৪৪ ডেঙ্গু রোগী শনাক্ত

নগরীতে এক দিনের মাথায় ডেঙ্গু রোগী বাড়লো আরো ৪৪। সোমবার (২৯ জুলাই) ৪১ রোগী শনাক্ত হওয়ার পর মঙ্গলবার (৩০ জুলাই) নতুন করে আরো ৪৪ রোগী শনাক্ত হয়েছে। নগরীতে বর্তমানে ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।
এরমধ্যে চমেক হাসপাতালে ২৯, বেসরকারি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪, আন্তর্জাতিক মেডিকেল কলেজ হাসপাতালে ৩, ন্যাশনাল হাসপাতালে ২, মেট্রোপলিটন হাসপাতালে ২, রয়েল হাসপাতালে ১, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১, ইসলামিক মেডিকেলে একজন চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতালের উপ-পরিচালক আখতারুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মঙ্গলবার (৩০ জুলাই) হাসপাতালে আরো ২৯ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ৯০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, মঙ্গলবারের মধ্যে আরো ৪৪ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে মঙ্গলবার বিকাল পর্যন্ত বেসরকারি হাসপাতালগুলোতে ১৫ রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা ১৪৬ জন যেটা সামনে আরো বাড়তে পারে।

এসএএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!