নকশা বহির্ভূত ভবন নির্মাণ, চট্টগ্রামে স্ত্রীসহ হোটেল মালিক কারাগারে

ছয় তলা বিশিষ্ট দুটি ভবনের অনুমোদন নিয়ে নকশা বহির্ভূতভাবে ৮ ও ১১ তলার দুটি ভবন নির্মাণের দায়ে নগরীর এক হোটেল মালিক ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (২ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউ’র মালিক মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং তার স্ত্রী কহিনুর বেগম।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ জানিয়েছেন, জসিম উদ্দিন ভূঁইয়া এবং কহিনুর বেগম সিডিএ থেকে দুটি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণের অনুমোদন নিয়ে নকশা বহির্ভূতভাবে একটি ভবন ৬ তলার পরিবর্তে ৮ তলা এবং অন্যটি ৬ তলার পরিবর্তে ১১ তলা নির্মাণ করেন। অথারাইজেশন বিভাগ এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

আদালত মামলা দুটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm