চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কাছ থেকে ধার করে আনা পিসিআর মেশিনটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে ইতিমধ্যেই স্থাপন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে চমেক হাসপাতালে পুরোদমে শনিবার (৯ মে) থেকে শুরু হচ্ছে করোনার নমুনা পরীক্ষা।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান চট্টগ্রাম প্রতিদিনকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা আজকে এটার ডামি ট্রায়াল দিয়েছি। এর মাঝে আমি সার্কিট হাউসের একটা মিটিংয়ে এসেছি। ল্যাব থেকে ওরা জানালো, সাকসেসফুল হয়েছে। আশা করছি আগামী শনিবার থেকে আমরা করোনার নমুনা পরীক্ষা করতে পারবো।’
প্রসঙ্গত, চমেকে মেশিন চালুর আগেই পিসিআর মেশিনের ত্রুটি শনাক্ত হওয়ায় ৩ মে ঢাকায় নিয়ে যায় মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস ম্যানেজমেন্ট করপোরেশন। আর তাতেই অনিশ্চয়তায় পড়ে নমুনা পরীক্ষা। নমুনা জটের সংকট কাটাতে সাময়িকভাবে সিভাসুর একটি মেশিন ধার দেওয়া হয়।
(৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কোভিড-১৯ এর সভাপতি অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক নোটিশে সিভাসু উপাচার্যকে ‘আরটি পিসিআর মেশিন’ চমেক হাসপাতালে পাঠাতে অনুরোধ জানায়। তার পরদিনই চমেকে সিভাসু’র মেশিন পাঠানো হয়।
আরএ/এসএস