চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বশির শাহ মাজার সংলগ্ন এলাকা মদ বেচাকেনার জন্য পরিচিত। এলাকার মাদক ব্যবসায়ীরা এ জায়গায় এসে মদ কেনাবেচা করে। আর সেখান থেকেই পাহাড়তলী থানা পুলিশ ধারালো ছুরিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের নাম মো. রাব্বি (২০) ও রাব্বি হোসেন রাফি (১৯)।
অভিযানে নেতৃত্ব দেয়া পাহাড়তলী থানার এসআই মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার দিবাগত রাত বারোটার সময় পাহাড়তলী থানাধীন ছদু চৌধুরী রোডস্থ বশির শাহ্ মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই যুবককে ধারালো ছুরিসহ আটক করে থানায় নিয়ে আসে।
পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ছুরি দেখিয়ে তারা ছিনতাই করে। পরে ছিনতাই করা টাকা দিয়ে মাদক কিনে খায়। দুপুরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়েরের পর আদালতে চালান দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান এসআই ওমর ফারুক।
আইএমই/কেএস