ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বীর চট্টলার ছাত্রসমাজে’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে ধর্ষণের ঘটনা শিকার হওয়ার ঘটনা না ঘটানোর দাবি তোলা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মুহতানা পিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা, সংগঠক নুসরাত তাবাসসুম, মেহজাবিন, সাদিক আরমান প্রমুখ। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, ২৪-এর অভ্যূত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে তারা কোথাও নিরাপদ নন। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তারা দ্রুত ধর্ষণকারীসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি পুনরায় প্রতিষ্ঠিত না হওয়ার জন্য নজর দেওয়ার আহ্বান জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ সংগঠনগুলো সংহতি প্রকাশ করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm