ধর্ষণে শীর্ষে আমেরিকা!

0

প্রতিদিন ডেক্স :

ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট। বিশ্বব্যাপী চালানো সাম্প্রতিক এক জরিপের বরত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, সারাবিশ্বেই ধর্ষণ একটি অত্যন্ত ঘৃণিত অপরাধ। বিভিন্ন দেশে এর বিরুদ্ধে কঠিন কঠিন শাস্তিও চালু রয়েছে। তারপরও সারা বিম্বে অবিরাম ঘটে চলেছে এ ঘৃণ্য অপরাধটি। এর মধ্যে আমেরিকা রয়েছে এ অপরাধের শীর্ষে। ধর্ষণ অপরাধে বিশ্বের শীর্ষ থাকা ১০টি দেশের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নিম্নে তুলে ধরা হলো।rape-logo

১. আমেরিকা : আমেরিকার ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিক অনুযায়ী দেশটিতে ধর্ষণের শিকার নারীর পরিসংখ্যান ৯১% এবং ৮% পুরুষ। ন্যাশনাল ভায়োলেন্স এগেইনস্ট উইম্যানের সার্ভে অনুযায়ী আমেরিকার প্রতি ৬ জন নারীর মধ্যে ১ জন ধর্ষণের শিকার। পুরুষদের ক্ষেত্রে পরিসংখ্যানটা ৩৩ জনে ১ জন ধর্ষণের শিকার। ওই দেশে ১৪ বছর বয়স থেকেই শিশুদের মনে ধর্ষণের মত অপরাধের প্রবণতা তৈরি হয়।

s alam president – mobile

২. দক্ষিণ আফ্রিকা : সন্তান এবং শিশুদের ওপর যৌন নির্যাতনের বিষয়ে দক্ষিণ আফ্রিকা গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয়। ওই দেশে একজন ধর্ষকের শাস্তি মাত্র ২ বছরের কারাবাস। দক্ষিণ আফ্রিকাকে বলা হয় ‘রেপ ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড’।

৩. সুইডেন : ইউরোপ মহাদেশের মধ্যে সুইডেনেই সবচেয়ে বেশি ধর্ষণ হয়। প্রতি বছরই প্রায় ৫৮% হারে যৌন নির্যাতনের ঘটনা বাড়ে সুইডেনে।

৪. ভারত : ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী ২০১২ সালে ভারতে ধর্ষণের অভিযোগ জমা হয়েছে ২৪ হাজার ৯২৩টি। ভারতে ধর্ষণের শিকার হওয়া ১০০ জন নারীর মধ্যে ৯৮ জনই আত্মহত্যা করেন। প্রতি ২২ মিনিটে ভারতে একটি করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়।

Yakub Group

৫. ব্রিটেন : ৪ লাখ মানুষ প্রতিবছর ধর্ষণের মত ঘটনার শিকার হন ব্রিটেনে। প্রতি ৫ জন নারীর (১৬-৫৯ বছর বয়সী) মধ্যে একজন করে ধর্ষণের শিকার হন।

৬. জার্মানি : এখনও পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে ২ লাখ ৪০ হাজার নারীর মৃত্যু হয়েছে জার্মানিতে। প্রতি বছর জার্মানিতে ধর্ষণের অভিযোগ দায়ের হয় ৬৫ লাখ ৭ হাজার, ৩৯৪।

৭. ফ্রান্স : ১৯৮০ সাল পর্যন্ত ধর্ষণের মত ঘটনা ফ্রান্সে অপরাধ বলেই ধরা হত না। ফ্রান্সের সরকারি গবেষোণায় দেখা গেছে প্রতি বছরে ওই দেশে ধর্ষণের শিকার হন অন্তত ৭৫ হাজার নারী।

৮. কানাডা : ওই দেশে এখনও পর্যন্ত লিখিত অভিযোগের (ধর্ষণ) সংখ্যা ২৫ লাখ ১৬ হাজার ৯১৮টি (এ সময় পর্যন্ত)। প্রতি ১৭ জন নারীর মধ্যে ১ জন সেখানে ধর্ষিতা হন। যাদের মধ্যে ৬২% শারীরিকভাবে আহত হন।

৯. শ্রীলঙ্কা : ওই দেশে অপরাধের শতাংশের বিচারে ১৪.৫ শতাংশ অপরাধ সংগঠিত হয় ধর্ষণে। ধর্ষণে অভিযুক্তদের ৬৫.৮% ধর্ষণের মত নারকীয় কর্মকা-ে লিপ্ত থেকেও কোনো প্রকার অনুশোচনা নেই তাদের।

১০. ইথিওপিয়া : দেশটিতে ৬০% নারী ধর্ষণের শিকার হচ্ছে।

সূত্র : এবিএন :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!