ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি, বললেন হেলাল আকবর চৌধুরী বাবর

আন্তজার্তিক কৃঞ্চভাবনামৃত সংঘের (ইসকন)উদ্যাগে নন্দনকাননে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর দেড়টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসকন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও ইসকন রংপুরের অধ্যক্ষ শ্রীমদ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপঅর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এ সময় তিনি বলেন, ‘জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ । জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে শেখ হাসিনা সারা বিশ্বের মধ্য অন্যতম নজির স্থাপন করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি। এটাই আমাদের বড় পরিচয়। এটাই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকে আমি বুকে ধারণ করি।’

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রী চিন্ময় কৃষ্ণ দাস, নন্দনকান শ্রীশ্রী রাধামাধব মন্দির এবং গৌরনিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রী পণ্ডিত গদাধর দাস, নন্দনকান শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী তারণ নিত্যানন্দ দাস, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm