দ্রুতগতির মোটরসাইকেল স্লিপ করে আরোহীর মৃত্যু হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সোলাইমান (২৪)। তাকে উদ্ধারের পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী থেকে চট্টগ্রামের দিকে আসছিল ওই যুবক। আমানবাজার সংলগ্ন সড়কে হঠাৎ ব্রেক করলে স্লিপ কেটে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধারের পর রাতে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নিহতের ভাই মো. পারভেজ বলেন, ‘যেহেতু গাড়ি স্লিপ কেটে দুর্ঘটনা ঘটেছে সেহেতু আমাদের অভিযোগ নেই। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের মর্গে আছে।’

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!