দ্বিতীয় মেয়াদে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে রিজিয়া রেজা চৌধুরী

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

রোববার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই বিষয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বারের মত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করেছেন। এজন্য আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে শুকরিয়া আদায় করছি আমাদের ভরসার শেষ আশ্রয়স্থল মমতাময়ী নেত্রী শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহাম শীলা আপার প্রতি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনে দ্বিতীয় বারের মত দায়িত্ব পাওয়ার মাধ্যমে আমি চট্টগ্রামের নারী সমাজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আদর্শে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতে আবারও প্রতিজ্ঞাবদ্ধ হলাম।’

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সহধর্মিনী রিজিয়া রেজা চৌধুরী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য।

তিনি বিশ্ববিদ্যালয়টির কমিটি অব ফিমেল ক্যাম্পাস, ফিমেল হোস্টেল ম্যানেজমেন্ট কমিটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Yakub Group

দেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা (এনজিও) আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পদেও রিজিয়া রেজা চৌধুরী দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি উইমেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও চট্টগ্রাম লেডিস ক্লাবের সদস্য। পাশাপাশি সাতকানিয়ার আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, পুটিবিলা উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া তুলাতুলী ইউনাইটেড আইডিয়েল ইনস্টিটিউট গভর্নিং বডির সভাপতি দায়িত্ব পালন করছেন।

সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম ও সাতকানিয়া-লোহাগাড়া মহিলা উন্নয়ন ফোরামেরও তিনি চেয়ারম্যান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!