দোকানের ভেতর যুবকের লাশ

0

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার মিয়াজীপাড়ায় একটি পরিত্যক্ত দোকান থেকে মো. সাজ্জাদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজ্জাদ ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ঘরের সঙ্গে লাগানো পরিত্যক্ত দোকান ছিল। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে সাজ্জাদ গিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে ফাঁসিতে ঝুলতে দেখে মরদেহ নিচে নামিয়ে রাখেন।

s alam president – mobile

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করতে পারে তা এখনও কেউ বলতে পারছেন না।

খবর পেয়ে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকসহ পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

সিএম/কেএস

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!