দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন চেয়ারম্যান প্রার্থী

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় হাইলধর ইউনিয়নের আবু তাহের নামে এক চেয়ারম্যান প্রার্থীসহ ২ প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার হাইলধর এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে পোস্টার লাগানোর দায়ে হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কল্যাণ দাশকে জরিমানা করা হয়েছে ২ হাজার টাকা।

ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির মানার বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রচারণায় বা কোন প্রকার আচরণবিধি লঙ্ঘনের বিষয় পরিলক্ষিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!