দেশে ৪ হাসপাতালের ট্রায়ালে করোনার ওষুধ ‘ফ্যাভিপিরা’র ফল মিলেছে ভালো

করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওষুধ ‘ফ্যাভিপিরাভিরে’র পরীক্ষামূলক ট্রায়াল শেষ হওয়ার পর বুধবার (৮ জুলাই) জানা যাবে ফলাফল। এই প্রথম বাংলাদেশে এই ধরনের ‘ডাবল ব্লাইন্ড ট্রায়াল’ হল। এর ফলাফল বেশ ভালো এসেছে বলে ইঙ্গিত মিলেছে।

‘ফ্যাভিপিরা’ নামে বিকন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওষুধটির জেনেরিক নাম ‘ফ্যাভিপিরাভির’। জাপানে এটি ‘অ্যাভিগান’ নামে পরিচিত।

করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় ওষুধটির প্রথম ট্রায়াল হয় চীনের উহানে। এরপর দ্বিতীয় দফায় ট্রায়াল হয় রাশিয়াতে। সেখানে বর্তমানে করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হচ্ছে। তৃতীয় দফায় এই ওষুধের ট্রায়াল হল বাংলাদেশে। এর নাম রাখা হয়েছে ‘ঢাকা ট্রায়াল’।

অন্য দুটি দেশের মতো ‘ঢাকা ট্রায়ালে’ও ‘ফ্যাভিপিরাভিরে’র কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করে দেখা হয়েছে। ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মহানগর হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ৫০ জন রোগীকে এ ট্রায়ালের অর্ন্তভুক্ত করা হয়। এদের মধ্যে একদল রোগীকে ওষুধটি দেওয়া হয়েছে, আরেক দলকে দেওয়া হয়নি। তবে দেখা গেছে, ওষুধটি যাদের দেওয়া হয়েছে চার থেকে সাত দিন পর তাদের কাছ থেকে ফলাফল ভালো পাওয়া গেছে।

ট্রায়াল পরিচালনাকারী বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন বুধবার (৮ জুলাই) হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সেমিনারে ‘ফ্যাভিপিরাভির’ ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm