জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, দেশে রাজনৈতিক সরকার জরুরি হয়ে পড়েছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত নেতাকর্মীদের জাতীয় পার্টির ৯ বছরের উন্নয়ন কর্মকাণ্ড নবপ্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের হানাহানি প্রমাণ করে যে সত্যিকারের ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় পার্টির বিকল্প নেই। আজ এই প্রতিনিধি সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। এই সভা প্রমাণ করে, মানুষ আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
কাজী মো. মামুনুর রশিদ বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে সকল রাষ্ট্রের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা জরুরি। এই সকল রাষ্ট্রসমূহ অতীতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন দুর্বিপাকে আমাদের পাশে ছিল।
শনিবার (১ জানুয়ারি) বিকালে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হেলাল উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক শাহাদাত হোসেন ও কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমেদ, খাগড়াছড়ি জেলার আহ্বায়ক নিরাপদ তালুকদার, বান্দরবান জেলা আহ্বয়ক শফিউল আলম।
ডিজে