দেশের প্রতি মমতা থাকলে বিএনপি সুস্থ ধারার রাজনীতি করতো, স্মরণসভায় আ জ ম নাছির

পবিত্র রমজান মাস উপলক্ষে শিশু কিশোর সংগঠন ‘পূর্বাশার আলো’র উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি মরহুম তাসদিক উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম সিকুর স্মরণে সভা ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

পূর্বাশার আলোর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু ছাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্টান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি নূর হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন, পূর্বাশার আলোর উপদেষ্টা হাজী মো. সাহাবুদ্দিন, প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি যদি দেশকে ভালবাসতো তাহলে উন্নয়নের নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে দেন-দরবার করতে পারত। তা না করে, তারা দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। করোনার টিকায় ওষুধ নেই, টিকাতে সব পানি দেওয়া হয়েছে, করোনার টিকা নিলে মানুষ মারা যাবে, পদ্মা সেতুতে দ্বিগুণ অর্থ লোপাট হয়েছে, উন্নয়নের নামে দেশে অর্থ আত্মসাতের মহোৎসব চলছে, ব্যাংকের টাকা সব সরকার নিয়ে যাচ্ছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে— এমন নানা আজগুবি তথ্য দিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত তারা। আবার এখন ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সঙ্গে চক্রান্ত করছে। দেশের প্রতি মমতা থাকলে বিএনপি অরাজনৈতিক কর্মকাণ্ড করতো না। দেশের প্রতি মমতা থাকলে তারা সুস্থ ধারার রাজনীতি করতো।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm