দেয়ালধসে পথচারী নিহত জামালখানে, আহত সংস্কারকাজের তত্ত্বাবধায়ক

চট্টগ্রাম নগরীর জামালখানে সংস্কারকাজ চলাকালীন একটি পরিত্যক্ত ভবনের দেয়ালধসে এক পথচারী নিহত হয়েছেন।

এতে গুরুতর আহত হয়েছেন রওনক চক্রবর্তী (৬০) নামের আরেক ব্যক্তি। তিনি সংস্কারকাজের দেখভালের দায়িত্বে ছিলেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত পথচারীর নাম মো. জসীম (৪০)।

s alam president – mobile

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জামালখান ৩৩ নম্বর সড়কে দাওয়াত রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রা্ম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, ‘কিছুদিন ধরে রতন ভট্টাচার্যের মালিকানাধীন পরিত্যক্ত একটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের সংস্কারকাজ চলছিল। বুধবার বিকাল ৪টার দিকে ভবনটির সড়ক সংলগ্ন দেয়াল ধসে পড়ে। এই সময় জসীম নামের এক পথচারী দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হন সংস্কারকাজের তত্ত্ববধায়ক রওনক চক্রবর্তী। তাকে মেডিকেলের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘দেয়ালধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। একজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। গুরুতর আহত আবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷’

Yakub Group

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!