দেখতে বাঘের মতো, আহত ‘মেছো বিড়াল’ ঠাঁই পেল ডুলাহাজারা সাফারি পার্কে

0

কক্সবাজারের চকরিয়ার হারবাং বনাঞ্চল থেকে আহতবস্থায় এক মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। পরে মেছো বিড়ালটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে বিড়ালকে সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ইছাছড়ি বনাঞ্চল থেকে মেছো বিড়ালটি উদ্ধার করে ওই এলাকার জসিম উদ্দিন ও তার ভাই মহিউদ্দিন।

জসিম উদ্দিন বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয়ে বাগানে যাচ্ছিলাম। বাঘের মতো দেখতে জন্তুকে পড়ে থাকতে দেখি। এজন্য ছোট ভাই মহিউদ্দিনকে সাথে নিয়ে জন্তুটিকে ধরার চেষ্টা করি। বাড়ি থেকে জাল নিয়ে এসে দু’ভাই মিলে একে বন্দি করি। পরে দেখি বিড়ালটির পিছনের পা দুটি আঘাতপ্রাপ্ত। বনকর্মীদের খবর দিলে তারা এসে দেখে উদ্ধার করা জন্তুটি বাঘ নয়, মেছো বিড়াল। তারা বিড়ালটিকে ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যায়।’

s alam president – mobile

তিনি আরও বলেন, ‘গত বছরও ওই এলাকা থেকে আরও একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছিল।’

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘আহতবস্থায় একটি মেছো বিড়ালকে পার্কে আনা হয়েছে। মেছো বিড়ালটিকে পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে পার্কে ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এটি নিশাচর প্রজাতির প্রাণী। এরা সাধারণত দিনে ঘুমাই রাতে ঘুরে বেড়ায়। এ রকম মেছো বিড়াল পার্কে আরও বেশ কয়েকটি রয়েছে।’

Yakub Group

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!