চট্টগ্রামের আগ্রাবাদের দেওয়ানেশ্বরী কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় প্রধান অতিথি হিসেবে এসব শাড়ি বিতরণ করেন নগর বিএনপি সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, কালী মন্দির পরিষদের সভাপতি ধনু বাবু, সাবেক সভাপতি ডা. দীপক কুমার চৌধুরী, বৃস্ন পালিত , বিএনপি নেতা রফিক মেম্বার আব্দুল হালিম, আব্দুল মান্নান আব্দুল আজিম, সিরাজুল মোস্তফা, আমির উদ্দিন বাবুল, সুলতান মাহমুদ সুমন, যুবদল নেতা রুবেল, মুরাদ, আজিজ, মাহবুব, বেলাল, মাঈনুদ্দিন।