দেওয়ানহাটে দুর্গোৎসব পরিদর্শনে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় দেওয়ানেশ্বরী কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (পশ্চিম) কবির আহমেদ ভুঁইয়া।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ দুর্গোৎসব পরিদর্শন করতে যান।

এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ, ওসি তদন্ত সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া।

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা নেত্রী বেগম ফাতেমা বাদশা, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আব্দুল আজিম, সিরাজুল মোস্তফা, বাদশা মিয়া সিদ্দিকী, আমির উদ্দিন বাবুল হাফেজ সেলিম, মনির উদ্দিন বাবুল ।

উপ পুলিশ কমিশনার কবির আহমেদ ভুঁইয়া বলেন, দূ্র্গোৎসব সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদে পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান পূজা পরিষদকে সহযোগিতা করার জন্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm