দৃষ্টিহীনতাকে জয় করে হাসান স্বপ্ন দেখেন বিসিএসের

মো. হাসানুজ্জামান। জন্ম থেকেই দৃষ্টিহীন। এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে পেয়েছেন জিপিএ ৪ দশমিক ২৮। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজির আহমেদের পুত্র। নাজির আহমেদ পেশায় একজন কৃষক। নয় সন্তানের মধ্যে হাসান সপ্তম।

হাসানের ছোট দুই ভাইয়ের এক ভাই নবম শ্রেণীতে অপরজন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বড় ভাইদের একজন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করছেন। দুই ভাই গ্রামে ঘর সংসার নিয়ে ব্যস্ত, বাকি তিন বোন বিবাহিত।
এর আগে হাসান পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় চার দশমিক ২৫ আর জেএসসিতে চার দশমিক ৩০ পেয়েছিলেন।

দৃষ্টিহীনতাকে জয় করে হাসান স্বপ্ন দেখেন বিসিএসের 1

পড়াশোনার পাশাপাশি হাসান দাবাড়ু এবং ক্রিকেট খেলায়ও কৃতিত্ব দেখিয়েছেন। প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য এবং দাবায় দেশী টুর্নামেন্টের পাশাপাশি সাফ গেমসেও অংশ নিয়েছেন হাসান।

হাসান জানান, ২০১১ সাল থেকে মুরাদপুরের প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়ালেখা করছেন। এবার রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করেন। ভবিষ্যতে হাসান বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছে পোষণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!