দুর্যোগ মোকাবেলায় মহড়া মিরসরাইয়ে

সমুদ্র উপকূলীয় জনপদের জানমাল ও প্রাণী সম্পদ রক্ষায় মানুষকে সচেতন করার লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা সিপিপির আয়োজনে মিঠাছরা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

সীতাকুন্ড উপজেলা সিপিপি নজরুল ইসলামের সঞ্চালনায় ও মিরসরাই উপজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিচালক রুহুল আমিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক জামশেদ আলম।

এ সময় মিরসরাই সদর, মিঠানালা, ইছাখালী, কাটাছরা, ওচমানপুর ও ধুম ইউনিয়নের টিম লিডার ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm