দুর্বৃত্তের আগুনে পুড়ল ডেপুটি এটর্নি জেনারেলের ভাইয়ের দোকান

0

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ডেপুটি এটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য্যের ভাই যীশু ভট্টাচার্য্যের মুদির দোকান পুড়ে গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে রমজান আলী চৌধুরী হাটে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ লাখ টাকান। এ ঘটনায় পাশের আরও দুটি দোকান আংশিক পুড়ে গেছে।

দোকানের মালিক যীশু ভট্টাচার্য্য বলেন, ‘শুক্রবার ভোর ৪টায় দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসি। দুর্বৃত্তরা দোকানের পেছনের অংশ দিয়ে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে। আগুনে আমার ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।’

আংশিক পুড়ে যাওয়া দোকানগুলো হল রুবেল দেওয়ানজির স্বর্ণের দোকান ও শাহ আলমের খাবার হোটেল।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘রমজান আলী চৌধুরী হাটে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি ছুটে আসি। তবে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই যীশু ভট্টাচার্য্যের মুদির দোকান পুড়ে গেছে। এছাড়া আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!