দুর্নীতির মামলায় আসামি হয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) অথরাইজড অফিসার-১ মোহাম্মদ হাসান।
সোমবার (১১ নভেম্বর) সিডিএর সচিব রবীন্দ্র চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়েরকৃত বিশেষ মামলা চলমান থাকায় চউক কর্মচারী চাকুরী প্রবিধানমালা ১৯৯০ এর ৪০(ঙ) ধারা মোতাবেক মোহাম্মদ হাসানকে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন তিনি।
এই আদেশ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হয়েছে। এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলেও লেখা আছে।
তবে সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করলেও এই বিষয়ে আর কিছু বলতে রাজি হননি সচিব রবীন্দ্র চাকমা।
এমএহক



