‘দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাজেট বাস্তবায়নে ইতিবাচক হবে’

বাজেট বাস্তবায়ন সহজ করতে হলে করদাতা বাড়াতে হবে। রাজস্ব সংগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিলে সরকারের সদ্য ঘোষিত বাজেট বাস্তবায়ন সহজ হবে। এজন্য সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে ইতিবাচকভাবে এগিয়ে আসা প্রয়োজন।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘পোস্ট বাজেট ডিসকাসন অন ন্যাশনাল বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।

রোববার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়টির জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে সিআইইউ বিজনেস স্কুল এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ড. সেলিম উদ্দিন বলেন, এমন এক মুহূর্তে বাজেট অনুমোদন হলো যখন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে। তাই এবারের বাজেট আলদা গুরুত্ব বহন করে। গত দশ বছরের জাতীয় বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে মন্তব্য করে সেলিম উদ্দিন বলেন, বিশেষ জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারিভাবে নেওয়া সিদ্ধান্তগুলো সত্যিই প্রশংসনীয়। সরকার ট্যাক্স, রেমিট্যান্স, চতুর্থ শিল্প বিপ্লবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে বেশি নজর দিয়েছে। চলতি বাজেট বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথে দেশ অনেকদুর এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ। প্রধান আতিথি ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বাজেটের আকার বাড়বে। ব্যয়ও বাড়বে। তবে খেয়াল রাখতে হবে আর্থ-সামাজিক খাতের উন্নয়ন যেন সবার আগে হয়।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।


এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!