দুর্নীতির ক্ষমতায়ন রুখতে চট্টগ্রামে কর্মশালা অনুষ্ঠিত

দুর্নীতির সঙ্গে ক্ষমতাকাঠামোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকলে একটি দেশে ক্লেপ্টোক্রেসি (চোরতন্ত্র) গড়ে ওঠে। ক্লেপ্টোক্রেসির ফলে দুর্নীতি বিস্তার লাভ করে ও অন্যায্য শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়। বাংলাদেশের কেবল ১৭ বছর নয়, স্বাধীনতার পর থেকেই যারা সম্পদ পাচার ও টাকা লুট করেছে, তারা সবসময় কোনো না কোনো বৃহৎ রাজনৈতিক শক্তি বা সরকারের অংশ হিসেবে থেকেছেন, ক্ষমতাকে ব্যবহার করেছেন। এই রাজনৈতিক দুর্বৃত্তদের যারা নিয়োগ দিয়েছেন, তাদের শাস্তি হয়নি উল্টো পুরস্কৃত হয়েছে, পৃষ্ঠপোষকতা পেয়েছে। যার ফলস্বরূপ জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন সর্বব্যাপকতা লাভ করে।

দুর্নীতির ক্ষমতায়ন রুখতে চট্টগ্রামে কর্মশালা অনুষ্ঠিত 1

চট্টগ্রামে বুধবার (১১ ডিসেম্বর) ‘ট্রান্সন্যাশনাল রেসপন্সেস ফর করাপশন এন্ড ক্লেপ্টোক্রেসি’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রুরাল এন্ড আরবান পুওরস অ্যাডভান্সমেন্ট (রুপসা) আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয় নগরীর হোটেল সৈকতে।

দেশব্যাপি ধারাবাহিক র্কমসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে দুর্নীতি ও ক্লেপটোক্রেসি বিষয়ে যুব সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরই) এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ৩৮ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দলীয় কর্মপরিকল্পনার মাধ্যমে দুর্নীতি ও ক্লেপটোক্রেসি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন ও নীতিমালা সংস্কারে তাদের ধারণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে সাক্ষরতা অভিযান পরিচালনায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রূপসা’র নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন রুপসা’র পরিচালক (কর্মসূচি) শেখ মোস্তাফিজুর রহমান। এতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি ইয়াসির সিলমী ও চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় যুবরা বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশব্যাপি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মশালা শেষে সততার অঙ্গীকারনামা পাঠ ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি প্রকাশ করেন সকলে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm