দুর্গম পাহাড় থেকে শহীদ সার্জেন্ট মহি আলমের কবর স্থানান্তরের দাবিতে স্মারকলিপি

চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড় থেকে শহীদ সার্জেন্ট মহি আলম চৌধুরীর কবর স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। বুধবার (৬ নভেম্বর) জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম এই স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঁশখালী উপজেলার সাধনপুর বোর্ড অফিস রাজাকার ক্যাম্প আক্রমণে পাক হানাদার বাহিনীর গুলিতে ১৭ নভেম্বর শহীদ হন ফ্লাইট সার্জেন্ট মহি আলম চৌধুরী। ফ্লাইট সার্জেন্ট মহি আলম চৌধুরীর গ্রামের বাড়ি ছিল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, মো. ইসমাইল, ফয়েজ আহমদ, আজিমুল ইসলাম ভেদু, কবির আহমদ, নরেন মিত্র চৌধুরী, রাখাল দাশ, আসেফ উদ্দৌলা মিয়াজি, সুখেন্দু ধর ও মুক্তিযোদ্ধা সন্তান কেএম সালাহ উদ্দিন কামাল।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!