দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রেলকর্মী হাসনা আক্তার ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেন।
হাসনা (২৭) পাহাড়তলী রেলওয়ে কারখানায় খালাসি পদে কর্মরত ছিলেন। তার ১৮ মাস বয়সী একটি ছেলে ও ৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ব্রেইন টিউমার রোগে ভুগছিলেন।
মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় হাসনার।
জানা গেছে, গত ১৩ অক্টোবর টিউমার অপারেশন হয় হাসনার। এরপর ১৬ অক্টোবর রাতে একবার জ্ঞান ফিরে এলেও আবারও অজ্ঞান হয়ে যান তিনি। এরপর থেকে আর জ্ঞান ফেরেনি তার। মঙ্গলবার সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বাদ আসর মরহুমার জানাজার নামাজ শেষে আকবরশাহ কবরস্থানে হাসনার লাশ দাফন করা হয়।