চট্টগ্রাম বন্দরের কর্মীরা দু’মাসের অতিরিক্ত বেতন পাচ্ছেন। সরকারিভাবে তাদের দু’মাসের বেতনের সমপরিমাণ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ও বিশেষ সফলতা অর্জনের জন্য এবং ১৩৫তম বন্দর দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সকল কর্মকর্তা-কর্মচারী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের বন্দর সংশ্লিষ্ট সকাল কর্মকর্তা-কর্মচারী বিশেষ উৎসাহ বোনাস হিসেবে মূল বেতনের সমপরিমাণ দু’মাসের অর্থ পাবেন।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২১ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১৩৪ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে। এ বছরে ৩২ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এতে আগের বছরের চেয়ে ১৭ শতাংশ রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে তিন ধাপ এগিয়েছে।
বিশ্বব্যাপী অতিমারী করোনা ভাইরাসের আক্রমণের মধ্যেও চালু রাখা হয়েছিল চট্টগ্রাম বন্দর। বিশ্বের অনেক বন্দর বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশের গেটওয়ে খ্যাত চট্টগ্রাম সমুদ্র বন্দর চালু থাকায় দেশের অর্থনীতির চাকা সচল ছিল। যদিও বন্দর চালু থাকাকালীন ওই সময় করোনার আক্রমণের প্রায় ৩০০ কর্মী প্রাণ হারায়।
সবকিছু বিবেচনায় কর্মীদের দু’মাসের প্রণোদনা বা উৎসাহ ভাতা প্রদানের ঘোষণা দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। যদিও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের দাবি ছিল এই বিশেষ বোনাসের। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই বাস্তবায়ন করা হচ্ছে এই বোনাসের।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনা ভাইরাসের অতিমারীতে জীবনের ঝুঁকি নিয়ে সপ্তাহিক বন্ধ ছাড়া চালু ছিল চট্টগ্রাম বন্দর। দেশের অর্থনীতির স্বার্থে বন্দর চালু রাখা হয়েছিল। এর জন্য অনেক কর্মীকে আমরা হারিয়েছি। কর্মীদের যৌক্তিক দাবি ছিল, দু’মাসের বেতনের সমপরিমাণ অর্থ বোনাস। এবার মন্ত্রণালয় তা মেনে কর্মীদের বিশেষ উৎসাহ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বন্দরের কর্মীরা খুশি।’
তিনি আরও বলেন, ‘বন্দরের কর্মীরা দু’মাসের বেতনের বেসিক অর্থ পাবেন। যার যত টাকা বেসিকে ,তিনি তত টাকা সমপরিমাণ দু’মাসের বোনাস পাবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ে থেকে এ ঘোষণা আসার পর চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।’
এএস/ডিজে