দুবাইয়ে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র অভিষেক

শান্তি প্রতিষ্ঠায় সার্ক সারাবিশ্বে অনবদ্য ভূমিকা পালন করে আসছে যুগের পর যুগ। নেপালভিত্তিক সার্ক সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা হলেও এখন সেটি ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। এবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জমকালো আয়োজনে সংগঠনের ইউএই শাখার অভিষেকে হয়েছে।

সম্প্রতি ইউএইর দুবাইয়ে অভিষেক এবং আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ও প্রবাসীকর্মীদের সম্মাননা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই’র প্রদেশ উম্মুল কুয়াইন শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শেখ খালিদ রাশিদ মোহাম্মদ আলী আল মুআল্লা।

আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের মার্কোপোলো হোটেল বলরুমে সংগঠনের সভাপতি চ্যানেল এস আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেলের (আরবি)সভাপতিত্বে এবং সহ-সভাপতি এসএম ফয়জুল্লাহ শহিদ ও শারজাহ অ্যাম্বাসেডর স্কুলের শিক্ষিকা শামসুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খালিজ টাইমস বিজনেস কন্টেন এডিটর মোজাফফর রিজভি, বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব সুনিক, গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর সাইফুর রহমান, আমিরাতের কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি নাজমুল হোসাইন সাঈদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শামিম।

আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী হিসেবে সম্মাননা পেলেন খালিজ টাইমস বিজনেস কনটেন এডিটর মোজাফফর রিজভি (আফগানিস্তান), গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর ও প্যান এশিয়ার চেয়ারম্যান সাইফুর রহমান (বাংলাদেশ), সার্ক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সভাপতি রাজু লামা (নেপাল), সাধারণ সম্পাদক আব্দুর রহমান (বাংলাদেশ), পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন নিউজ টাইমস আমিরাত প্রতিনিধি আনসার আকরাম (পাকিস্তান), কাশ্মীরের জনপ্রিয় গণমাধ্যম ইরতিকা কোরেশি (ভারত), বাংলাদেশি কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তারেকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএইতে বসবাসরত প্রবাসীদের যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে থেকে কাজ করে যাবে এবং বাংলাদেশ মিশনের সঙ্গে একত্রিত হয়ে দেশের সম্মান অক্ষুণ্ন রাখতে সচেষ্ট ভূমিকা রাখবে। দেশে ও প্রবাসে গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার্থে বিশেষ ভূমিকা রাখবেন।

বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্য থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ করলে মানবতার কল্যাণ হবে।

সম্মাননা পেলেন যারা

শ্রেষ্ঠ চাকরিজীবী হিসেবে আবুধাবি বিচার বিভাগের অনুবাদক মাওলানা মীর শওকত খলিল, শ্রেষ্ঠ খতিব মাওলানা ডক্টর আব্দুস ছালাম সাঈদ করিম আল আজহারি ও অধ্যাপক ডক্টর সাইদ আবিদুর রহমান (শারজাহ বিশ্ববিদ্যালয়), শিক্ষিকা হিসেবে শামসুন নাহার (শারজাহ অ্যাম্বাসেডর স্কুল), ছাত্রী হিসেবে আফসানা হেলেন, দেলোয়ার হোসেন সিদ্দিকী (ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনোলজিস, আলদার ইউনিভার্সিটি দুবাই) ও মেহজাবিন স্নিগ্ধা (ফার্মাসি ডিপার্টমেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ), ব্যাংকার হিসেবে হিসেবে রিয়াদ হোসেন (জনতা ব্যাংক) ও মো. ফরিদ উদ্দিন মজুমদার (ফাস্ট আবুধাবি ব্যাংক), নারী উদ্যোক্তা হিসেবে শিমা ইসহাক, হোসনেয়ারা সিদ্দিকী ও মোসা. মরিয়াম।

এ সময় উপস্থিত ছিলেন সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশেক আহমেদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সাংস্কৃতিক সম্পাদক মো. রিদোয়ান, নির্বাহী সদস্য লায়ন ওসমান চৌধুরী, মো. জায়েদ, কমিউনিটি নেতা শাহিনুর শাহিন, বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন আরব আমিরাতের উপদেষ্টা শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সমিতির ইউএই’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, শাহে আলম, বাংলাদেশ বিজনেস ফোরাম আরব আমিরাতের সভাপতি কামাল হোসেন সুমন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm