দুবাইয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯তম তিরোভাব স্মরণ অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের দেরা দুবাইয়ে ৮ জুন শনিবার জয় শ্রী কৃষ্ণ লোকনাথ সেবা সংঘের তৃতীয় বর্ষপূর্তি এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৯তম তিরোভাব স্মরণে দুবাই মার্কো পোলো হোটেলে ধর্মীয় আলোচনা ও মহোৎসবের আয়োজন করা হয়।

dubai-loknath
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৯তম তিরোভাব স্মরণে ধর্মীয় আলোচনা ও মহোৎসবে

জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের সভাপতি সুনীল কান্তি শীলের সভাপতিত্বে রাজু কুমার শীল ও অর্জুন দেবনাথের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অদুল কান্তি চৌধুরী। পৌরহিত্য করেন বাংলাদেশ থেকে আসা চট্টগ্রামের পঞ্চমাতা বিগ্রহ ও সেবাশ্রমে অধ্যক্ষ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী (রনি মা)। প্রধান বক্তা ছিলেন তপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা শ্যামল কান্তি দাস, সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র দাস ও অর্থ সম্পাদক রাজু শীল। অনুষ্ঠানমালার মধ্যে ছিল লোকনাথ বাবার বিশেষ পূজা, মাঙ্গলিক অনুষ্ঠান, আরতী, গীতা পাঠ, কীর্তন ও ধর্মীয় আলোচনা। বিশ্বের মানুষের কল্যাণে শান্তির বাণী পাঠ করেন আল আইন মরুতীর্থ গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী মহারাজ (প্রকাশ ঋষি বাবু)। নাম সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

dubai-loknath
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৯তম তিরোভাব স্মরণে ধর্মীয় আলোচনা ও মহোৎসবে

আমিরাতের বিভিন্ন মন্দিরের মধ্যে শারজা পার্থ সারথি প্রবাসী গীতা সংঘ, আল আইন লোকনাথ সেবাশ্রম, শারজা গীতা সংঘ, আল আইন লোকনাথ মন্দির, রাস-আল-খাইমা কৃষ্ণ মন্দির, আল আইন সৎসঙ্গ, রাস-আল-খাইমা জ্যোতি লোকনাথ মন্দির, আল জাহিদ রাধামাধব মন্দির, মোসাফফা আবুধাবি সনাতনি ঐক্য পরিষদের ভক্তবৃন্দ, অদ্বৈত অচ্যুত মিশন সভাপতি, শ্রী সুনীল চন্দ্র শীল সহ-সভাপতি, শ্রী রুপন শীল, শ্রী সজল শীল, সাধারন সম্পাদক, বিজয় দাশ,সহ-সাধারন সম্পাদক, তরুণ রায় অর্থ সম্পাদক, রাজু শীল সহ-সম্পাদক, সন্তোষ সাহা, শ্যামল কান্তি দাশ, পলাশ, প্রনব, অর্জন, সুবাস, আশিষ, রাজীব, পুলন, পিন্টু, সুমন, প্রদীপ, সুজন, রুবেল, দিলিপ, সন্তোষ, রুপন, শিমুল, স্বপন, রিটন শ্রীরাম, তরুণ, পলাশ, রিপন, শুভ, বন্ধন, প্রকাশ, জুয়েল, শচিন, কারেন, আভায়ত, দীপ, অন্তর, পর্না, নিশান, টিপু, বিশ্বনাথ, মধু, লিটন, সুমন, শিমুল, বিধান, শিবু, বিকাশসহ আরো বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!