দুদিন সকাল-সন্ধ্যা ভ্যাট আদায় চলবে চট্টগ্রামের ৭ শপিংমলে, বসানো হয়েছে ভ্যাট বুথ

চট্টগ্রামে ১০টি ভ্যাট বুথ এবং পাঁচটি ভ্যাট স্ট্যান্ড স্থাপনের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম।

৯ ও ১০ জানুয়ারি এসব বুথ ও স্ট্যান্ডে করদাতারা সংশ্লিষ্ট সব ধরণের সেবা প্রদান পাবেন।

জানা গেছে, ভ্যাট বুথের পাশাপাশি ইএফডিকে জনপ্রিয় করা, অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্ন দাখিলসহ ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব স্ট্যান্ড ও বুথ বসানো হয়।

চট্টগ্রামে পাঁচটি স্থানে ভ্যাট স্ট্যান্ড স্থাপন করা হয়। এগুলো হলো, চট্টগ্রামেরবকাজীর দেউরীর আউটার স্টেডিয়াম মাঠ, সিইপিজেডের প্রবেশ মুখ, আগ্রাবাদের
সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে, জিইসি কনভেনশন সেন্টারের সামনের খোলা মাঠ ও কক্সবাজারের কলাতলী মোড়।

এছাড়া চট্টগ্রামে সাতটি শপিং মলে ভ্যাট কর্মকর্তা ও মার্কেট প্রতিনিধিদের সমন্বয়ে ভ্যাট বুথ স্থাপন করা হয়েছে। সেগুলো হল, নিউ মার্কেট, জহুর হকার্স মার্কেট, গোলাম রসুল মার্কেট, টেরীবাজার, রিয়াজ উদ্দিন বাজার, সানমার ওশান সিটি ও চিটাগং শপিং কমপ্লেক্স। কক্সবাজারের আমিরাবাদ, বড়বাজার এবং লোহাগাড়ায়ও চারটি বুথ স্থাপন করা হয়।

এছাড়া চান্দগাঁও, পটিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান বিভাগের ক্ষেত্রে বিভাগীয় ভ্যাট দপ্তরের ডেস্ক থেকে বর্ণিত সেবা প্রদান করা হবে। ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডগুলোর কার্যক্রম সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘২০২২ সালের শুরুতেই ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও করদাতাগণদের সেবা প্রদান সহজ করতে ভ্যাট বুথের পাশাপাশি ভ্যাট স্ট্যান্ড স্থাপন করা হচ্ছে। ব্যবসারীরা নিকটস্থ ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডে এসে নিবন্ধন গ্রহণ, রিটার্ন দাখিল ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘যে কোনো কেনাকাটায় মূসক চালান বুঝে নেওয়ার অনুরোধ করছি। যেসব দোকানে ইএফডি মেশিন বসানো হয়েছে, সেসব দোকান থেকে পণ্য ক্রয়ের সময় মূসক চালান সংগ্রহ করলে একদিকে যেমন সরকারি কোষাগারে মুসক জমা নিশ্চিত হয়, অন্যদিকে ক্রেতাদের লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm