দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর কাছে তার মুঠোফোনে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন এক ব্যক্তি। এই ঘটনায় তিনি নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তবে ফোন করা ওই ব্যক্তি নিজেকে ‘এসআই’ পরিচয় দেন বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন।
সোমবার (১৬ অক্টোবর) সিভিল সার্জনের মুঠোফোনের নম্বরে ০১৭৬৬১১০৮৬৬ নম্বর থেকে কলটি আসে।
সিভিল সার্জনের পক্ষে ডা. নূরুল হায়দার কোতোয়ালী থানায় জিডি করেন। তবে তিনিও বিষয়টি সম্পূর্ণ অবগত নন বলে জানান।
জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগরী বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স পাইয়ে দেওয়ার অপরাধে করা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ৪০ হাজার টাকা দাবি করেন ওই ব্যক্তি। টাকা বিকাশ করার জন্য একটি নম্বরও দেওয়া হয়।
তবে সিভিল সার্জন জানান, ব্যক্তিটির নাম সিরাজুল ইসলাম বলে জানান। তিনি নিজেকে দুদকের এসআই পরিচয় দিয়েছেন। তবে থানার নাম উল্লেখ করেন নি। আর এ ফোন কলটি তিনি রেকর্ড করা নেই বলেও জানান সিভিল সার্জন।
ডা. নূরুল হায়দার জানান, সিভিল সার্জন এনএসআই চট্টগ্রামকে জানালে তারা র্যাবকে অবহিত করার পরামর্শ দেয়। এরপর কোতায়ালী থানায় জিডি করা হয়।
আইএমই/ডিজে