দুদকের জালে স্ত্রীসহ চট্টগ্রামের সিআইডি কর্মকর্তা

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রামে সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) এক উপ-পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো.আলী আকবর বাদি হয়ে মামলাটি দায়ের করেন। দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলাটি রেকর্ড করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন মো. নওয়াব আলী। তিনি গোপালগঞ্জ জেলার সদর থানার কেকানিয়া গ্রামের মৃত গোলাম রসূল শেখের পুত্র। বর্তমানে নগরের দামপাড়া সিআইডি অফিসে কর্মরত রয়েছেন। তার স্ত্রী গুলজার বেগম। তিনি নগরের লালখান বাজার দক্ষিণ পাহাড়তলী এলাকার বসবাস করেন।

অভিযুক্তরা একে অপর যোগসাজসে অবৈধভাবে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৬৬ টাকা সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১)ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারা মোতাবেক অভিযোগ আনা হয়।

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!