চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা বিদেশি সিগারেটসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, যশোর জেলার কোতোয়ালী থানার কাশিমপুর ইউনিয়নের নুরপুর এলাকার মো. কোবাদ আলীর ছেলে মো. আরব আলী (২৮)। অন্যজন হলেন ফেনী জেলার পরশুরাম থানার সাবার বাজার পশ্চিম সাহের নগর এলাকার সিরাজ মিয়ার ছেলে আনিস হোসেন সাগর (১৯)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার ভূমি অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা বিদেশি সিগারেটসহ দুই জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এ সময় বিদেশি সিগারেট পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দ করা বস্তার ভেতর ২ হাজার ৬৯ কার্টন সিগারেটে রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএফও